ভারতীয় রেল ৭৭১ জন অ্যাপ্রেণ্টিস মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবেন

 ভারতীয় রেল ৭৭১ অ্যাপ্রেণ্টিস ঃ ভারতীয় দক্ষিণপূর্ব-মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে ৪৩২ জন অ্যাপ্রেণ্টিস নেওয়া হচ্ছে। সি .ও. পি .এ, স্টেনোগ্রাফার(ইংলিশ)স্টেনোগ্রাফার(ইিন্দি)ফিটার ইলেক্ট্রিশিয়ান,ইলেক্ট্রিনিক,মেকানিক, আর.এ.সি.মেকানিক, ওয়েল্ডা, প্লাম্বার, পেইণ্টার, কার্পেণ্টার ট্রেডে নিয়োগ করা হচ্ছে। 



বিজ্ঞপ্তি নং -P/BSP/Act Apprentices/Notification/2021-22,Dated 06.09.2021. 


শিক্ষাগত যোগ্যতাঃ

পর্যদ বা বিশ্ববিদ্যালয় থকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি.র, অনুমোদিত আই.টি.আই.থেকে সংশ্লিষ্টি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্টি ট্রেডের জন্য আবেদন করতে পারেন।

বয়সঃ

আবেদনের সময় আবেদনকারীর বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ১৫-২৪ বছরের মধ্য। এবং তপশিলীর ৫ বছর ও বি.সি.রা,৩ বছরের বয়স ছাড় পাবেন।

আবেদনের শেষ তারিখঃউক্ত পদে আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর পর্যন্ত।

আবেদন পদ্ধতিঃ 

অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে www.secr.indianrailways.gov.in   

No comments:

Post a Comment