গ্রীন হাউস এফেক্ট কি? এর ফল কি?

 গ্রীন হাউস এফেক্ট কি? এর ফল কি?

 → মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ বিশেষভাবে জীবাশ্ম জ্বালানি দহগ ও বনজঙ্গল ধ্বংসের জন্য উদ্ভূত CO2, NH4, CH, এবং আরও বিভিন্ন গ্যাসীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সব পদার্থ সূর্যালোককে প্রবেশ করতে দিলেও তাপ এবং অতি-লাল বিকিরণকে (infra-red-radiation) বহিঃমণ্ডলে ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে ফলে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকে গ্রীন হাউস এফেক্ট বলে। এই ঘটনার ফলে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া পরিবর্তন এবং ভয়াবহ ক্ষতিও হ’তে পারে। বৃদ্ধিপ্রাপ্ত তাপের কারণে মেরু অঞ্চল ও পর্বত শীর্ষের জমা বরফ গলে বিশ্বব্যাপী এক মহাপ্লাবন ঘটে যেতে পারে।

No comments:

Post a Comment