অম্লবৃষ্টি (acid rain) কাকে বলে? এর কারণ কি?

 অম্লবৃষ্টি (acid rain) কাকে বলে? এর কারণ কি? 

→ সাধারণ বৃষ্টিপাতে pH নিরপেক্ষ থাকে। কিন্তু দূষণঘটিত কারণে বৃষ্টিপাতের pH যদি আম্লিক হয় তবে সেই বৃষ্টিপাতকে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেণ বলে। অম্লবৃষ্টির প্রধান কারণ বায়ু দুষণ, কলকারখানা থেকে নির্গত SO2, NO, ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে মিশে যায়। পরবর্তীকালে এই গ্যাস জলকণার সঙ্গে মিশে অম্লবৃষ্টির আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে। অম্লবৃষ্টির মূল উপাদান হ'ল H,SO, H2SO4 এবং HNO31

No comments:

Post a Comment