অম্লবৃষ্টির বাস্তুসংস্থানিক ফলগুলি কি কি?

 অম্লবৃষ্টির বাস্তুসংস্থানিক ফলগুলি কি কি? 

→ অম্লবৃষ্টির বাস্তুসংস্থানিক ফলগুলি হল—

1. স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে প্রজাতি বৈচিত্র্যে হ্রাস।

2. জলাশয়, বনজঙ্গল ও কৃষিক্ষেত্রের খাদ্য বাজেটের (nutrient budget) এর পরিবর্তন।

3. প্রতিরোধক্ষম প্রজাতির বিবর্তন।

4. বনজঙ্গল ও মৎস্য চাষ ধ্বংস এবং কৃষিক্ষেতে উৎপাদন হ্রাস।। 

5. অর্থনৈতিক ও বাস্ত-সংস্থানিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৃত্তিকাস্থিত অণুজীবদের নিষ্ক্রিয়করণ।।

6. ঘরবাড়ী ও ঐতিহাসিক স্থাপত্যের ক্ষয়।

No comments:

Post a Comment